এস,এম রাহাত হোসেন ফারুক, রাজবাড়ী প্রতিনিধি ঃ রাজবাড়ীর বালিয়াকান্দিতে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম (পিইডিপি-৪) বাস্তবায়ন বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী, রাজবাড়ী জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক সরোজ কুমার দাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল হক, বালিয়াকান্দি থানার এস,আই আসাদুজ্জামান রিপন, বহরপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম প্রমুখ।