রাজবাড়ী প্রতিনিধি ঃ
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদরাসা এ্যাথলেটিকস প্রতিযোগীতার শুভ উদ্বোধন করা হয়েছে। (২৮ জানুয়ারী) শনিবার সকালে শেখ রাসেল মিনা স্টেডিয়াম মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে এ্যাথলেটিকস প্রতিযোগীতার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি হাসিবুল হাসান, উপজেলাপরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারমিস সুলতানা,যুব উন্নয়ন কর্মকর্তা খাইরুল ইসলাম। বিকালে সমাপনী ও পুরুস্কার বিতরন অনুষ্ঠিত হয়।
এ প্রতিযোগীতায় উপজেলার ৭ টি ইউনিয়নের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করছে ইউনিয়ন পর্যায়ে বিজয়ীরা এ প্রতিযোগীতায় অংশ গ্রহন করেন। এ সময় বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষক মন্ডলীসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন