রাজবাড়ী প্রতিনিধি ঃ
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা রাজবাড়ী জেলার বালিয়াকান্দির বেতেঙ্গা গ্রামের রেলগেট এলাকা থেকে এক কেজি গাঁজা উদ্ধারের পাশাপাশি দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো, বালিয়াকান্দির খাট্টা গ্রামের মোঃ আমজাদ মিয়ার ছেলে মোঃ সিনবাদ মিয়া (২১) এবং সর্ব বেতেঙ্গা গ্রামের মোঃ আসমত শেখের ছেলে মোঃ নূর ইসলাম শেখ (৪৫)।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম জানান, তার নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা গত রবিবার রাতে বালিয়াকান্দির বেতেঙ্গা গ্রামস্থ রেলগেটের পাশে ছালামের মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। সে সময় মাদক ব্যবসায়ী সিনবাদ মিয়া ও নূর ইসলাম শেখ কে আটক করে। আটককৃতদের কাছ থেকে ১ কেজি গাঁজা এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৪টি সীমকার্ডসহ ২টি মোবাইল ফোন জব্দ করে। এ ঘটনায় বালিয়াকান্দি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।