রাজবাড়ী প্রতিনিধি ঃ
৫দিন ব্যাপী সারা দেশের ন্যায় রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ঢাকার আয়োজনে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা প্রশিক্ষন-২০২৩(এনসিএফ) এ চামটা উচ্চ বিদ্যালয়ের কথিত ইংরেজি শিক্ষক সনজিত কুমার রায়ের বিরুদ্ধে প্রশিক্ষন ক্লাসে উপস্থিত না থেকে হাজিরা খাতায় স্বাক্ষরের অভিযোগ উঠেছে। তিনি প্রশিক্ষনার্থী শিল্প ও সাংস্কৃতি বিষয়ে। স্বাক্ষর সিটে তার সিরিয়াল রয়েছে ২৬ নম্বরে। ১৪ জানুয়ারি প্রতি দিনের ন্যায় প্রশিক্ষনে আসেনি স্বাক্ষরও করেনি রাতারাতি কিভাবে হাজিরা কাতায় স্বাক্ষর হলো এ প্রশ্ন নাম প্রকাশ না করা উপস্থিত প্রশিক্ষনার্থীদের। উক্ত বিষয়ে মাষ্ঠার টেইনার হিসেবে রয়েছে উত্তম কুমার গোস্বামী, আব্দুর রহমান ও প্রনব দাস। নাম প্রকাশ না করা শর্তে একজন টেইনার(প্রশিক্ষক) জানায়, সনজিত কুমার রায় উপস্থিত দেখছি না বিষয়টি কতৃপক্ষের ব্যাপার আর কিছু বলতে রাজি নয়।১৫ জানুয়ারি প্রশিক্ষন শেষ হবে। উল্লেখ্য সদ্য এমপিও হওয়া চামটা উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে ম্যানেজিং কমিটির বিরুদ্ধে ঐ শিক্ষক সহ কতিপয় শিক্ষকের নিয়োগে অনিয়ম বিষয়ে তদন্ত প্রক্রিয়াধিন রয়েছে।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পারমিস সুলতানা জানায়, বিষয়টি তার জানা নেই ।ক্ষতিয়ে দেখা হবে।