ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩ ()
শিরোনাম
Headline Bullet বরগুনার তালতলীতে অস্বচ্ছল পরিবারের মধ্যে আর্থিক অনুদান চেক বিতরন Headline Bullet অসহায়দের মাঝে ইফতার পৌঁছে দিচ্ছে পঞ্চম শ্রেণীর ছাত্র জাবিয়ার আলম Headline Bullet রাজবাড়ী সদর থানাপুলিশের অভিযানে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ২ Headline Bullet প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে আর্থিক সাহায্যের চেক বিতরন করলেন এমপি কাজী কেরামত আলী Headline Bullet পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তার গাড়িচালক হত্যা মামলার মূল আসামী গ্রেপ্তার Headline Bullet বরগুনার তালতলীতে ইউসিবি’র ৪১১তম এজেন্ট শাখা উদ্বোধন Headline Bullet রাজবাড়ী ডিবিপুলিশের অভিযানে ফেনসিডিলসহ এক মাদক কারবারি গ্রেফতার Headline Bullet রাজবাড়ীতে অস্ত্রগুলিসহ এক সন্ত্রাসী গ্রেফতার Headline Bullet রাজবাড়ীতে পাওনা টাকা চাওয়ায় শিক্ষককে মারপিট Headline Bullet রাজবাড়ীতে এক মাদক ব্যবসায়ী আইসসহ গ্রেপ্তার

কুষ্টিয়া ইবি থানার ওসি আননূর যায়েদের হস্তক্ষেপে আব্দালপুর ইউনিয়নের শাহাপুর গ্রামের সামাজিক কোন্দলের মিমাংস

কুষ্টিয়া শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে ইবি থানা। এই ইবি থানার অফিসার ইনচার্জ জনাব আননূর যায়েদের যোগদানের পরেই এলাকায় অনেক শান্তি ফিরে পেয়েছে। কোথাও কোন মারামারি, সমাজিক কোন্দলের সুযোগ নেই।

ঠিক তেমনিভাবে কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার আব্দালপুর ইউনিয়নের শাহাপুর গ্রামে কিছুদিন আগে সামাজিক কোন্দল সৃষ্টি হয়। গ্রাম ঠান্ডা করার অভিযানে নামেন ইবি থানার অফিসার ইনচার্জ জনাব আননূর যায়েদ।

আজ শনিবার ২৮/০১/২০২৩ খ্রিঃ তারিখ সকাল ১১.০০ ঘটিকায় শাহাপুর গ্রামের দুই পক্ষ আর মারামারি করবে না বলে হাতে হাত রেখে শপথ করেন। দুই পক্ষ ইবি থানার ওসি কে কথা দেন। তারা আর মারামারি করবে না। এলাকায় শান্তিপূর্ণ ভাবে বসবাস করবেন।আর যদি কোন ভাবে নিজেদের সমস্যা হয়, তারা মানবিক ওসি আননূর যায়েদের সহযোগিতা নিবেন। কিন্তু নিজেরা মারামারি, হানাহানি করবে না।

এই বিষয়ে ইবি ওসি আননূর যায়েদ বলেন, তারা দুই পক্ষ এসেছিলো তারা আর মারামারি করবে না। তারা হাতেহাত রেখে কথা দিয়েছে এবং অবশেষে তারা হাসিমুখ নিয়ে বাড়িতে ফিরে যায়।

তিনি আরো বলেন,আপনাদের কোন সমস্যা হলে, পুলিশের সহযোগিতা নিবেন। আপনারা নিজেরা কোন ভাবে অন্যায়ের সাথে যুক্ত হবেন না। ইবি থানার পুলিশ সব সময় ইবি এলাকার মানুষের পাশে আছে


     এই বিভাগের আরো খবর