সেলিম রেজাঃ আজ সন্ধ্যার পর কুষ্টিয়া আদ্বীন হাসপাতাল থেকে মোটরসাইকেল চুরি হয়েছে। এর পূর্বে ও এখান থেকে কয়েকটি মোটরসাইকেল চুরি হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ সাইনবোর্ড দিয়ে রেখেছে সাইকেল, মোটরসাইকেল নিজ দায়িত্বে রাখুন হারিয়ে গেলে কতৃপক্ষ দায়ী নহে, যেখানে প্রতিদিন শতশত মানুষের যাতায়াত সেখানে মোটরসাইকেল গ্যারেজ ও সিসি ক্যামেরা থাকা জরুরি।অথচ সেখানে কোন সিসি টিভি না থাকার কারণে অনায়াসে চুরি করতে সক্ষম হচ্ছে চোর চক্রের সদস্যবৃন্দ।তাই এখানে চিকিৎসা নিতে আসা রোগীর সদস্যদের হাসপাতাল কর্তৃপক্ষ এর কাছে আহবান যেন তাদের জানের সাথে তাদের মালামালের ও নিরাপত্তা প্রদানের ব্যাবস্থ্া করা।