কুষ্টিয়ার মিরপুর পৌরসভার তালতলায় দিনে-দুপুরে দোকানের টিনের চালা কেটে ভিতরে প্রবেশ করে দুঃসাহসীক চুরি সংঘটিত হয়েছে বলে জানা গেছে।
গতকাল মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে পৌরসভার ৪ নং ওয়ার্ডের দেলোয়ারের ছেলে খোকন জামান(নীচের ২য় ছবি) খোকন এন্টার প্রাইজ মুদি ও ভ্যারাইটিজ দোকানে দুঃসাহসীক চুরি সংঘটিত হয়।
দোকানদার খোকন দোকান সংলগ্ন বাড়ীতে দুপুরের খাবার খেতে যাওয়ার সুযোগে চোর দোকানের পিছন দিয়ে উপরে উঠে দোকানের টিনের চালা কেটে ভিতরে প্রবেশ করে। পরে চোর ওই দোকান থেকে নগদ একলক্ষ টাকা ও ৫০ হাজার টাকার মোবাইল রিজার্জ কার্ড চুরি করে নিয়ে গেছে বলে চুরি যাওয়া দোকানের মালিক খোকন জামান তার ফেসবুক আইডিতে উল্লেখ করেছে।
পরে দোকানদার ৯৯৯ রিং করলে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।