কুষ্টিয়া কুমারখালী প্রতিনিধি: প্রিন্স মাহমুদ
তারিখ :১১/৩/২৩
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: বীর মুক্তিযোদ্ধা মুকাদ্দেস হোসেন ভারপ্রাপ্ত উপজেলা কমান্ডার কুমারখালী,
উদ্বোধক: বিশিষ্ট শিক্ষা অনুরাগী ,
বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ:
সাবেক সংসদ সদস্য ৭৮-৪ কুষ্টিয়া
বিশেষ অতিথি : অধ্যক্ষ মোঃ আব্দুস সাত্তার সভাপতি বাঁশগ্রাম কামিল মাদ্রাসা,
ড.মো:জাহিদুজ্জামান,
অধ্যক্ষ বাঁশগ্রাম আলাউদ্দিন আহমেদ ডিগ্রী কলেজ,
মো:আলী হোসেন সহকারী অধ্যাপক বাঁশগ্রাম আলাউদ্দিন আহমেদ ডিগ্রী কলেজ,
জনাব: কার্তিক কুমার বিশ্বাস সহকারী অধ্যাপক বাঁশগ্রাম আলাউদ্দিন আহমেদ ডিগ্রী কলেজ,
জনাব মো:ওলিউর রহমান সহকারী অধ্যাপক বাঁশগ্রাম আলাউদ্দিন আহমেদ ডিগ্রী কলেজ,
জনাব ড. আব্দুর মহেন্মেন বাবু ভারপ্রাপ্ত সহকারী অধ্যক্ষ বাঁশগ্রাম আলাউদ্দিন আহমেদ ডিগ্রী কলেজ,
জনাব মো:ফারুক হোসেন প্রধান শিক্ষক বাঁশগ্রাম ইউনাইটেড বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়,
আরো উপস্থিত ছিলেন মো: আজিজুল হক নবা
চেয়ারম্যান ৭ নং বাগুলাট ইউনিয়ন পরিষদ,
উক্ত অনুষ্ঠানের সভাপতি তো করেন: জনাব মো:আজিজুর রহমান, সভাপতি শালঘর মধুয়া হাজী আসিয়া খাতুন বালিকা বিদ্যালয় পরিচালনা পরিষদ ও ওসি সিআইডি মাগুরা জেলা।
এই সময় আরো উপস্থিত ছিলেন :বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ
এবং অত্র এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ
এরপর: অস্ত্র স্কুলের ছাত্রী মাঝে চেয়ার বদল
লৌহ গোলক নিক্ষেপ, বালিশ বদল ও কোরআন তেলাওয়াত গান নাচ কৌতুক
এছাড়াও নানান ইভেন্টে ৮টি খেলা অনুষ্ঠিত হয়
উক্ত খেলা গুলো পরিচালনা করেন অত্র ইস্কুলের
শিক্ষক-শিক্ষিকাগণ
এ সময়: আমন্ত্রিত অতিথিদের, হাত থেকে পুরস্কার বিতরণী মধ্য দিয়ে,
অনুষ্ঠানটির সমাপ্ত ঘোষণা করা হয়।