সাম্পতি রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের ঘটে যাওয়া দাঙ্গাহাঙ্গামার রেষ কাটতে না কাটতেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে। ইবির নিকটবর্তী শেখ পাড়া বাজারের কিছু ছেলেদের সাথে ইবি শিক্ষার্থীদের মারধরের ঘটনায় কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ সহ বিচারের দাবিতে আন্দোলন শুরু করে ইবি শিক্ষার্থীরা। তবে তা কিছুটা শিথিল পর্যায়ে আসলেও পরের দিনই ঘটে আর এক ঘটনা। ইবি গেটের সামনে হোটেল ব্যবসায়ী পিন্টুর সাথে কিছু শিক্ষার্থীদের খাবার বিল নিয়ে ঝামেলা হয়। এসময় সেই শিক্ষার্থীরা পিন্টুকে বেধড়ক মারধর করে চলে যায়। পরে পিন্টু আশপাশের দোকান দের তার মারধরের ঘটনাটি খুলে বললে সকল দোকানিরা সহ স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে এই ঘটনার সঠিক বিচারের দাবিতে স্থানীয় জনপ্রতিনিধি ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান সম্রাট ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন এর কাছে ঘটনার সঠিক বিচারের দাবি জানান।
পরে ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান সম্রাট বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এই ঘটনার সঠিক বিচারের দাবি জানাবেন বলে জানান। সেই সঙ্গে স্থানীয়দেরকে আইন হাতে না তুলে নেওয়ার জন্য অনুরোধ করেন। সেই সঙ্গে সাধারণ ব্যবসায়ীর উপর ইবি শিক্ষার্থীদের দ্বারা অন্যায় ভাবে মারধরের ঘটনায় অভিযুক্তদের শাস্তির আওতায় না আনা হলে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন। এবিষয়ে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন বলেন আমরা এই ঘটনার সঠিক বিচার চেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আগামীকাল সকালেই একটি স্বারক লিপি প্রদান করবো। অতি দ্রুত এই ঘটনার সঠিক বিচার না পেলে পরবর্তীতে এই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে কঠোর ভাবে তা প্রতিরোধ করার জন্য জানান।