মাদক সহ গ্রেফতারকৃত হলেন উজানগ্রামের বাক্স ব্রীজ সংলগ্ন মান্নানের ছেলে সোহাগ (৩৫) এবিষয়ে নিশ্চিত করেছেন পশ্চিম আব্দালপুর পুলিশ ক্যাম্পের টু-আইসি (এএসআই) মো: নাসির উদ্দিন। তিনি বলেন কুষ্টিয়া জেলার মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে অফিসার ইনচার্জ ইবি থানার নেতৃত্বে পশ্চিম আব্দালপুর পুলিশ ক্যাম্প এর আইসি (এসআই) মো: জিয়াউর রহমান সহ অফিসার ফোর্সের সহযোগিতায় ইবি থানাধীন উজানগ্রাম বাক্স ব্রীজ সংলগ্ন থেকে ২০ পিচ ট্যাপেন্ডাল সহ সোহাগ নামে ১জন কে গ্রেফতার করে থানায় সোপর্দ করি এবং তাঁর নামে মাদক মামলা প্রক্রিয়াধীন।